ভিডিও | ১৪তম প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে ‘আহমদ আবুল কাসেমি’র তিলাওয়াত
ইকনা: ইরানের আন্তর্জাতিক ক্বারি আহমেদ আবুল কাসমি তেহরানাস্থ ইমাম খোমেনীর হোসাইনিয়ায় (রহ.) অনুষ্ঠিত সেদেশের ১৪তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের শুরুতে সূরা নিসা এবং সূরা কাউসারের ৫৭ থেকে ৫৯ আয়াত তেলাওয়াত করেন।